এশিয়া কাপ জিতে কত টাকা পেল শ্রীলঙ্কা দল?
দুবাইয়ে রবিবার রাতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। রবিবার রাতে বাবর আজমদের ২৩ রানে হারিয়েছে দাসুন শানাকার দল। এটি লঙ্কানদের ষষ্ঠ এশিয়া কাপ শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা পেয়েছে মোটা অঙ্কের টাকাও।
এশিয়া কাপের শিরোপাজয়ী দল শ্রীলঙ্কা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। রানারআপ পাকিস্তানও কম পায়নি। বাবর আজমের দল ১ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৯৪ লাখ ২৯ হাজার টাকারও বেশি।
ফাইনালে বিপর্যয়ের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ৫৮ রানে পাঁচ উইকেট হারানোর পর ভানুকা রাজাপাক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গার কল্যাণে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। এরপর পাকিস্তানকে ১৪৭ রানে অলআউট করে ২৩ রানের জয় তুলে নেয় লঙ্কানরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত