দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জানালেন ইসি
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ২০২৩ সালের নভেম্বরে হবে তফসীল। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, রোডম্যাপে যেসব পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করা গেলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় রাজনৈতিক দলের অনেক পরামর্শ নেয়া যায়নি।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ইসির একার পক্ষে এই রোডম্যাপ বাস্তবায়ন সম্ভব নয়।
নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, ব্যতিক্রমধর্মী না হলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
তবে, অসুস্থ থাকায় রোডম্যাপ ঘোষণায় উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত