কোচ শ্রীরামের সঙ্গে আমি একমত: সোহান

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০

টি-টোয়েন্টির মেজাজে খেলতে না পারা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে নিয়েছেন নির্বাচকরা।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মধ্যে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট জানালেন, অভিজ্ঞতা আর পারফরম্যান্স মুখ্য নয়; প্রভাব বিস্তার করে খেলার বিচারে শান্তকে নেওয়া হয়েছে।

শ্রীধরন শ্রীরামের এই ভাবনা পছন্দ হয়েছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। নিয়মিত রানের পাওয়ার চেয়ে দলের প্রয়োজনে দারুণ একটি ইনিংস খেলাকেই গুরুত্ব দেন সোহান। প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলাই টি-টোয়েন্টিতে প্রধান লক্ষ্য তার।

বৃহস্পতিবার সোহান বললেন, ‘মাঠে তো অবশ্যই পারফর্ম করতে হবে। কোচের (শ্রীরাম) সঙ্গে আমি একমত। প্রভাব ফেলাটাই গুরুত্বপূর্ণ। বড় রান করার চেয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইনিংস খেলা টি-টোয়েন্টিতে দরকার।’

এমন পারফরম্যান্সের জন্য শ্রীলংকাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সোহান। কারণ এশিয়া কাপ শুরু হওয়ার আগে শ্রীলংকাকে কেউ গনায় ধরেনি। তারাই প্রথম ম্যাচে হেরে এর পর টানা পাঁচ জয়ে এশিয়া কাপ জিতেছে। তাই দাসুন শানাকারাই বিশ্বকাপের অনুপ্রেরণা সোহানের।

এ কিপারব্যাটার বলেন, ‘শ্রীলংকা অনেক দিন ভালো করেনি। অথচ এশিয়া কাপে সেই তারাই চ্যাম্পিয়ন হয়েছে। দলটি থেকে শেখার অনেক কিছু আছে। শুধু শ্রীলংকই নয়, সব দল থেকেই কিছু না কিছু শেখার আছে।’

জয়ে ফিরলেই দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন সোহান।

তিনি বলেন, ‘আমরা খুব ভালো দল। কিন্তু আমাদের মাঠে ফলটা আনতে পারছি না। এ জন্য আমাদের কাছে প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আমরা যদি নিউজিল্যান্ডে কিংবা বিশ্বকাপে দু-একটা ম্যাচ জিততে পারি, তা হলে আমাদের ভেতরটাও বদলে যাবে। কারণ বেশ কিছু দিন ধরে টি-টোয়েন্টিতে আমরা ভালো করতে পারছি না। দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। আমরা যে খুব খারাপ খেলছি তাও না। কিন্তু জয়ের খুব কাছে গিয়ে আমরা ম্যাচ হারছি। ৫০-৫০ বা ৬০-৪০ সুযোগ যে ম্যাচগুলোতে থাকে, সেগুলো নিজেদের দিকে আনার মতো উন্নতি করার জায়গা আছে।’

প্রসঙ্গত, আঙুলের চোটের কারণে এশিয়া কাপে মাঠে নামতে পারেননি নুরুল হাসান সোহান। সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। শুধু ফেরা বললে কম বলা হবে, বিশ্বকাপে সাকিবের ডেপুটি হয়ে ফিরেছেন সোহান। এরই সঙ্গে মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে উইকেট সামলানোর গুরুদায়িত্বও তার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত