এশিয়া-চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দল ঘোষণা

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮

মাত্র কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দাসুন শনাকার দলে আছেন একাধিক পেসার।

এশিয়া কাপ জয়ী দলটির মূল চিন্তা চোট। আসন্ন বিশ্বকাপ দলে এমন একাধিক ক্রিকেটারকে নেয়া হয়েছে, যাদের চোট রয়েছে। চোট সারলে তবেই অস্ট্রেলিয়া যাবেন তারা। সেই কারণে রিজার্ভ দলে পাঁচ জন ক্রিকেটারকে রেখেছে সিএসএল।

শ্রীলঙ্কার প্রধান পেসার দুষ্মন্থা চামিরা। গোড়ালিতে চোট রয়েছে তার। ১৫ জনের দলে চামিরাকে রাখা হলেও চোট সারলে তবেই অস্ট্রেলিয়া যাবেন তিনি। চিন্তা রয়েছে পেসার লাহিরু কুমারাকে নিয়েও। চোট রয়েছে তারও। সেই কারণে ১৫ জনের দলে একাধিক পেসারকে রেখেছে শ্রীলঙ্কা।

দলে রাখা হয়েছে এশিয়া কাপে ভালো খেলা দিলশান মদুশঙ্কা, প্রমোদ মদুশানকেও। রয়েছেন চামিরা করুণারত্নেও।

তবে ১৫ জনের এই দলে রাখা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ চান্দিমালকে। তিনি রয়েছেন রিজার্ভ হিসেবে। এশিয়া কাপের দলে রাখা হয়েছিল তাকে। যদিও একটিও ম্যাচ খেলেননি তিনি।

এছাড়াও এশিয়া কাপের দলে থাকা আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা এবং নুয়ানিন্দু ফার্নান্ডোকেও রাখা হয়নি বিশ্বকাপের মূল দলে। তারাও রয়েছেন রিজার্ভ হিসেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দল:
দাসুন শনাকা (অধিনায়ক), দানুশকা গুণাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্থা চামিরা (সুস্থ হলে), লাহিরু কুমারা (সুস্থ হলে), দিলশান মদুশঙ্কা ও মাথিশা পাথিরানা।

রিজার্ভ: দীনেশ চান্দিমাল, নুয়ানিন্দু ফার্নান্ডো, আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা এবং বিনুরা ফার্নান্ডো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত