দুমকিতে আন্ত: মুরাদিয়া ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া যুব সমাজের উদ্দ্যেগে আয়োজন করা হয় আন্ত মুরাদিয়া ফুটবল টুর্নামেন্ট। এতে ১০টি দল অংশগ্রহণ করে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান শিকদার ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ চাকলাদার, মুরাদিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. জান্নাতুল ফেরদৌসি, বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুল ইসলাম মহিবুল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাসান সিকদার, মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.ফারুক মোল্লা সহ অন্যান নেতৃবৃন্দ ।

খেলায় আবুবক্কর এন্টারপ্রাইজ রাস্তায় মাথা কিংসকে ৩-০ গোলে জয়লাভ করে।

রেফারির দায়িত্ব পালন করেন মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল আলম পান্না।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. মারুফ শিকদার।

খেলা শেষে অতিথিরা ২ মনিটর ও অন্যান পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত