করোনায় ৭ সপ্তাহে সর্বোচ্চ শনাক্ত

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯

দেশে সাত সপ্তাহ পর এক দিনে করোনায় সর্বোচ্ছ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫২৭ জন আক্রান্ত হয়েছে এবং শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই ৬১৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত