পবিপ্রবির হলের ছাদ থেকে লাফ দিয়ে ছাত্রীর আ-ত্ম-হ-ত্যা-র চেষ্টা

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:১২

জুবায়ের ইসলাম, পবিপ্রবি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের তিন তলা থেকে লাফ দিয়ে সাদিয়া সরকার ঝুমু নামে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। হলের ছাত্রীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর)বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিবিএ অনুষদের ছাত্রী সাদিয়া সরকার ঝুমু বেলা সোয়া একটার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেগম সুফিয়া কামাল হলের তিন তলায় ছাদে উঠে হঠাৎ লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এসময় অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি বেগম সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট আখিনুর শিলা বলেন, কি কারণে লাফ দিয়েছেন আমরা এখনো তা নির্ণয় করতে পারিনি তবে লাফ দিয়েছেন না পরে গিয়েছে সেটি তদন্তের পরে জানা যাবে।

উল্লেখ্য সাদিয়া সরকার ঝুমুর বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত