ধুনটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড

সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখীর চর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ব্যবসায়ের সাথে জড়িত ১৬ জনকে ১ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ আদেশ দেন।
জানা যায়, উপজেলার বৈশাখীর চর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দির্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো। ব্যবসায়ীকগণ দিনে এবং রাতের অন্ধকারে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ী, কৃৃষি জমিসহ ভয়ালগ্রাসী বন্যা নিয়ন্ত্রন বাঁধটিও হুমকির সম্মুখীন হচ্ছে বলে এলাকার জনসাধারণ অভিযোগ করেন। এমন অভিযোগে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ১৬ জনকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রারা হলেন, উপজেলার শহড়াবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (১৯), আয়নাল হকের ছেলে শফিকুল ইসলাম (৩০), নূর মোহম্মাদের ছেলে আইয়ুব আলী (২৪), ভুলু সরকারের ছেলে হবিবর রহমান (৪০), গুয়াডহরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (২০), কৈয়াগাড়ি গ্রামের অসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২), রুহুল আমিনের ছেলে স্বপন মিয়া (২০), চুনিয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২০), শিমুলবাড়ি গ্রামের শাহ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫), গোসাইবাড়ি গ্রামের ভুট্টু মিয়ার ছেলে সৈকত হোসেন (২৬), সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের তোফজ্জল হোসেনের ছেলে বুলবুল ইসলাম (২৪), পাবনার সাথিয়া উপজেলার বাবুপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে বাবুল ইসলাম (৫০), বৈশাখী গ্রামের আব্দুস ছালামের ছেলে আব্দুর রহিম (২০), আবুল কাসেমের ছেলে রাঙ্গা মিয়া (২৪) ও আব্দুস ছালামের ছেলে হারুনর রশিদ (২৬)। অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বাল্কহেড, ১০ টি ডিজেল চালিত শ্যালো মেশিন জব্দ করে। পরে জব্দকৃত মালামাল গুলো ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর হেফাজতে রাখে প্রশাসন।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
