রানবন্যার ম্যাচে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মোহালিতে রানবন্যার ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪ উইকেটে। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে অজিরা পৌঁছে যায় ৪ বল হাতে রেখেই।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমে ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ক্যামেরন গ্রিন।

অধিনায়ক ফিঞ্চ ২২ ও স্টিভ স্মিথ ৩৫ রান করেন। ২১ বলে ৪৫ রান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা মাত্র ১১ রান করে আউট হলেও আরেক ওপেনার রাহুল ৩৫ বলে ৫৫ রান করেন। তিনে নামা কোহলি আবারও ব্যর্থ হন। ৭ বলে ২ রান করেন তিনি। চারে নামা সুর্যকুমার যাদব ২৫ বলে ৪৬ রান করেন।

হার্দিক পান্ডিয়ার ৩০ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে ২০৮ রানের বড় স্কোর পায় ভারত। পান্ডিয়া তার এই ইনিংসে মোট ৫টি ছক্কা মারেন, যার মধ্যে তিনটি এসেছে ইনিংসের শেষ তিন বলে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত