দুমকিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পন্যের মান‌ ও বাজারদর নিয়ন্ত্রণে ২ দিনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্য তালিকা না থাকা, নিম্ন মানের পণ্য বিক্রি, অতিরিক্ত দামে বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধে ঐ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালত দুমকি নতুন বাজার এলাকায় মেসার্স উত্তম ট্রেডার্স ও নুর ফ্যাশন এন্ড আতর হাউস কে যথাক্রমে দেড় হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন এবং গত মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পিরতলা বাজারের মেসার্স নিউ সাহা ট্রেডার্স কে ২ হাজার, হোটেল গরিবিয়াকে ১হাজার ও আঞ্জুমান মেডিকেল হলকে ১হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, পন্যের মান‌ ও দ্রব্য মূল্যের উর্ধগতি রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত