কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আলমগীর তালুকদার, সম্পাদক সুজন পোদ্দার

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২২  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২০

লোকনাথ সরকার (চাঁদপুর)কচুয়া প্রতিনিধি: সমঝোতার ভিত্তিতে কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এক আনন্দঘন পরিবেশে সকল সদস্যদের উপস্থিতিতে সমঝোতা কমিটি ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকা ও বাংলা ভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদারকে সভাপতি ও ‘দৈনিক আজকের’ পত্রিকা ও ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দারকে সাধারণ সম্পাদক করে কচুয়া প্রেসক্লাবের ২০২২-২০২৩সালের (১বছর মেয়াদী) কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া ২০২৩-২০২৪ সালের কমিটির সভাপতি হিসেবে ‘দৈনিক কালের কন্ঠ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি প্রিয়তুষ পোদ্দার ও সাধারণ সম্পাদক হিসেবে‘দৈনিক যুগান্তর’ পত্রিকার কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুকে নির্বাচিত করা হয়। ঘোষণা করা কমিটিদ্বয়কে সকলে করতালি দিয়ে সমর্থন ও অভিনন্দন জানান।

সমঝোতা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও নির্বাহী সদস্য সনতুষ চন্দ্র সেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত