মালদহে গঙ্গায় ভেসে আসছে মরদেহ
শনিবার দুজনের মরদেহ ভেসে আসার পর আজ রবিবার সকালে একজনের মরদেহ ভেসে এসেছে গঙ্গায়। দুই দিনে তিনজনের মরদেহ ভেসে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভারতের মালদহের মনিকচকে। আজ রবিবার সকালে মানিকচকের ভূতনী দ্বীপের বাঁধের ধারে নদীর পানিতে সাদা প্লাস্টিকে মোড়া একজনের মরদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। তারাই গ্রামবাসীদের খবর দেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। খবর পেয়ে সেখানকার কর্মকর্তারা এলাকায় যান।
এর আগে গতকাল শনিবার মানিকচক ব্লকের উত্তর কেশরপুর এলাকার গঙ্গায় ভেসে ওঠে দুজনের মরদেহ। মরদেহগুলো মোড়া ছিল কমলা রঙের প্লাস্টিকে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ওই এলাকায় আসে পুলিশ এবং মানিকচক ব্লক প্রশাসনের কর্মকর্তারা।
প্রশাসনের কর্তারা বলছেন, এই দেহ স্থানীয় কারো নয়। মরদেহগুলো বেশ কয়েক দিন আগের। এগুলো করোনা রোগীদেরই কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দেহগুলো কোথা থেকে ভেসে এসেছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সূত্র : আনন্দবাজার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত