বিএনপি দ্বিতীয় দফায় সংলাপ শুরু: যা বললেন কল্যাণ পার্টি জানালেন ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে বিএনপি দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে। এই ধারাবাহিকতায় দলটি সংলাপ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে দাবিগুলো নিয়ে বিএনপি আন্দোলন শুরু করবে সেই দাবিগুলোতে কল্যাণ পার্টি একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনীতি কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে ফখরুল সাংবাদিকদের ব্রিফিং করেন।
যেসব দাবিতে বিএনপি-কল্যাণ পার্টি ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরে ফখরুল বলেন, ‘দাবিগুলোর মধ্যে দুই-একটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত হয়েছি। এ সরকারের পদত্যাগের ব্যাপারে আমরা একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি। একই সাথে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের ব্যাপারে একমত হয়েছি। একই সাথে আমাদের আন্দোলনের সময় অন্যায়ভাবে কাউকে যাতে গ্রেফতার করা না হয়, কারও বিরুদ্ধে মিথ্যে মামলা না হয়, সে ব্যাপারে আমরা একমত হয়েছি।’
মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত মানবাধিকারবিরোধী, মানবাধিকার হরণকারী এবং লুটেরা আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার গড়ে তোলার লক্ষ্যে যে আন্দোলন গড়ে তোলার ঐক্য চালাচ্ছি এবং বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে চেষ্টা চালাচ্ছি এই প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দফায় বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে আমরা বসেছিলাম।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘যুগপৎ আন্দোলনের দিন তারিখ প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছে। চমক আছে। চমকের জন্য অপেক্ষা করেন। এবার বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয় আমাদের হবেই। রাজপথে আমাদের দেখতে পাবেন।’
ইব্রাহিম বলেন, ‘আমরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ধর্মীয় নেতাদের নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইন প্রভৃতি বিষয়ে কথা বলেছি।’
বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অপরদিকে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়্যারম্যন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব, নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহবুবুর রহমান শামিম, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি
জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আবুহানিফ, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আবু ইউসুফ সুমন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত