৭ নম্বরে ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করলেন সাকিব

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২২, ০৫:০৫  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২২, ০৫:০৫

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে কিউইদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে না খেললেও এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তিন ম্যাচ পর দলে ফেরা সাকিব এদিন ৭ নম্বরে ব্যাট করেছেন। যদিও নিয়মিত তাকে তিন-চার নম্বরে ব্যাট করতে দেখা যায়। ম্যাচ শেষে সাত নম্বরে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। তিনি জানিয়েছেন, মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করছিলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল ব্রেসওয়েল ও ইস সোধি। সেই সঙ্গে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনের জন্য নিজের পছন্দের পজিশনে ব্যাটিং করেননি সাকিব।

সাকিব বলেন, ‌‘আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।’

সাকিব ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফিরেন। নিজের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত টাইগার কাপ্তান। টানা দুই ম্যাচ হেরে চাঙ্গা থাকা কঠিন বলে মনে করেন তিনি। সাকিব বলেন, ‌‘যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত