শাকিব-পূজার প্রেম থাকতে পারে, বিয়ে হয়নি: আফসারী

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২২, ০১:০২  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২২, ০১:০২

শোবিজের এখন আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব-বুবলীর বিয়ে, বিচ্ছেদ ও তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে। সঙ্গে যুক্ত হয়েছে পূজা চেরির বিষয়টিও। গেল ক’দিন ধরে শোবিজে গুঞ্জন উঠেছে শাকিব খানের সঙ্গে প্রেম করছেন পূজা। শুধু তাই গত মাসের ২২ তারিখ তারা নাকি বিয়েও করেছেন।

এবার এই বিষয়টি নিয়ে কথা বললেন বরেণ্য নির্মাতা মালেক আফসারী। তিনি জানান, শাকিব-পূজার মধ্যে প্রেম-ভালোবাসা থাকতে পারে। তবে তাদের বিয়ে হয়নি। এটি তিনি কনফার্ম। তার কাছে তথ্যও আছে।

ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে মালেক আফসারী বলেন, ‘যেখানে পূজা বলেছে আমাকে নিয়ে কেউ উল্টা-পাল্টা কথা বলবেন না। সেখানে এই সাংবাদিক ভাই এতো জোর দিয়ে বলছে গত মাসের ২২ তারিখে বিয়ে করেছেন। তারা একসঙ্গে থাকছেন। কেন ভাই? আপনি নিজেও বলছেন, পূজা চেরি মুসলিম হয়ে গেছে। তাহলে পূজার সেই মুসলিম নামটা কী ভাই? আপনি তো বেডরুমের খবর জানেন, ড্রয়িং রুমের খবর জানেন। কিন্তু মুসলিম নামটা খুঁজে বের করতে পারলেন না।’

তিনি আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শাকিব-পূজার বিয়ে হয়নি। যদি শাকিব খান পূজাকে বিয়ে করত তাহলে বুবলী এতক্ষণে আদালতে গিয়ে হাজির হতো। নোয়াখাইল্যা মেয়ে, ছাড় দিতো না। কারণ বুবলীর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়নি। মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। কারণ অপু ও বুবলী বিষয়টি অস্বীকার করেছিল, পরে সত্য হয়েছে। তবে পূজার সঙ্গে শাকিবের বিয়ের বিষয়টি মিথ্যা। শাকিব-পূজার প্রেম-ভালোবাসা থাকতে পারে। শাকিব সিনেমার নায়ক। শাকিব-পূজার বিয়ে হয়নি।’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক প্রসঙ্গে আফসারী আরও বলেন, ‘শাকিব গ্যাড়াকলে পড়ে গেছে। শাকিবকে বলব, সোজা কাজে নেমে পড়েন। না হলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন।’ আর পূজাকে উদ্দেশ্য করে এই নির্মাতা বলেন, ‘আপনি ত্রিশূলের মধ্যে পড়ে গেছেন। শাকিব খানের ভক্তরা আপনাকে পছন্দ করছে না, অপু বিশ্বাসের ভক্তরাও আপনাকে পছন্দ করছে না।’ তাই পূজাকে কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মালেক আফসারী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত