সামিরা খান মাহির স্বপ্ন পূরণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে আজ ছোট বেলায় স্বপ্ন আজ বাস্তবে পূরন করেছেন নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে। আজ খুব আনন্দিত। স্বপ্ন আজ বাস্তবে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তার ফেসবুকে এমনি একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
ছোটবেলা থেকেই আমার একটি ছাদ খোলা গাড়ির স্বপ্ন ছিল। ছোটবেলায় আমি যখন টিভিতে কার্টুন দেখতাম ছাদ খোলা গাড়ির তখন শুধু ভাবতাম ইস কবে আমার এমন একটি গাড়ি হবে কিন্তু আসলে সাধ আর সাধ্যের কিছু ব্যারিয়ার আমাদের থাকে যার কারণে মনে হতো আমার স্বপ্ন আসলে স্বপ্নই রয়ে যাবে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি আমার সেই স্বপ্নকে পূরণ করতে পারব। কারন আমি জানি একটি ব্র্যান্ড নিউ ছাদ খোলা গাড়ি কিনতে প্রচুর টাকার প্রয়োজন হয় যেটি কিনা আমার এফোর্ড করা সম্ভব না কিন্তু আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমি আমার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি। আমি আমার কষ্টে উপার্জিত টাকা সেইভ করে আজ থেকে ছয় মাস আগে চিন্তা করলাম আমি এমন একটি ছাদ খোলা গাড়ি বানাবো যেটা কিনা হবে ঢাকা শহরের ভিন্নধর্মী একটি ছাদ খোলা গাড়ি । যেটি বানাতে আমাকে সাহায্য করেছে Mahim Karim Khan আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে কিনা আমার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করেছে। বিশ্বাস করবেন কিনা জানিনা সারাদিন কাজ করে আসার পরে আসলে ওরকম করে কোন সময় থাকেনা একজন অভিনয়শিল্পীর জন্য তার নিজস্ব কোন কিছু করার। সেই সকাল আটটা থেকে রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করার পরে যখন বাসায় ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে যাওয়ার কথা,ঠিক তখন আমি কিছু সময়ের জন্য বেরিয়ে পরি আমার ভাই বোনদের নিয়ে ড্রাইভে। আমার কাজের বাইরে এটিই এক মাত্র শখ যেটা কিনা আমাকে প্রচন্ড ভালোলাগা দেয়।আজ আমি অনেক খুশি কারন আমার কষ্টের টাকায় আমার ছাদ খোলা গাড়ি!!! Alhamdulillah
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত