শচীনের চোখে যে ৪ দেশ বিশ্বকাপের সেমিফাইনালে

| আপডেট :  ২১ অক্টোবর ২০২২, ১০:২২  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২২, ১০:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড চলছে। আগামী শনিবার থেকে মাঠে গড়াবে সুপার টুয়েলভের যুদ্ধ। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজ়িল্যান্ডের। পরদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত মহারণ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার নিজ দেশেও ফেভারিট। তবে সেমিফাইনালে কোন ৪ দেশ উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অবশ্য আসরের মূল পর্ব শুরুর আগে সেমিফাইনালিস্ট বেছে নিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এক সাক্ষাৎকারে শচীন বলেন, ‘আমি সবার আগে চাই এই ট্রফি ভারতের হাতে উঠুক। চার সেমিফাইনালিস্ট বেছে নিতে বলা হলে আমার বাজি ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা কালো ঘোড়া হতে পারে। সেপ্টেম্বর-অক্টোবরে দেশের মাটিতে যে রকম পরিবেশ পেয়ে থাকে দক্ষিণ আফ্রিকা, এখানেও সেই একই পরিবেশ পাবে। ওরা এ ধরনের পরিবেশের সঙ্গে পরিচিত।’

বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শচীন বলেন, ‘ভারতের জয়ের ভালো রকম সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে খুবই ভালো ভারসাম্য রয়েছে। সঠিক দল নামানোই আসল ব্যাপার। ভারতের সম্ভাবনা নিয়ে এ বার আমি অনেকটাই আশাবাদী।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত