বিরাট কোহলি ও ভারতের জয়ের ব্যাপারে যা বললেন মাশরাফি

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৯  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৯

বিরাট কোহলির খারাপ সময়টা ছিল ‘জাস্ট ফ্লুক’। এভাবে কেউ ইনিংস খেলতে পারেন। খেললেও বিরাট কোহলির মতো করে অঙ্ক মেলাতে পারেন পাকিস্তানের বিপক্ষে তার ৮২ রানের ইনিংস না দেখলে বুঝতেন না বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি এক পোস্টে বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রতি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘কোহলির ৭১টা একশোর অনেকগুলো দেখেছি। কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না।’

চাপের মধ্যে থাকা বিরাটের ইনিংস নিয়ে ম্যাশ লিখেছেন, ‘ইনিংসে উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো, স্ট্রাইক রোটেড করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় কাউন্টার অ্যাটাক করা, তাও সাকসেসফুলি। কী পরিমান কনফিডেন্স নিজের প্রতি। একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নেই এবং তার খারাপ সময়টা ছিল জাস্ট ফ্লুক।’

মাশরাফির ভাষ্যে, ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখিনি। দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখিনি। হোয়াট এ ব্যাটসম্যানশিপ। এ কিং ইজ অলওয়েজ কিং।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত