মা-ই নাকি শৈশব নষ্ট করছেন এই কিশোরী

| আপডেট :  ২৬ অক্টোবর ২০২২, ০৯:৪৮  | প্রকাশিত :  ২৬ অক্টোবর ২০২২, ০৯:৪৮

মাত্র ১২ বছর বয়সী শিশুশিল্পী রিভা অরোরার সঙ্গে নেচে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন গায়ক মিকা সিং। সেইসঙ্গে রিভার মাকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অভিযোগ তোলা হয়েছে তার মা-ই তার শৈশব নষ্ট করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত নাম রিভা অরোরা। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সে। তার ছবি দেখে সহজেই বোঝা যায় বয়সে ছোট হলেও ছবি বা ভিডিওর ক্ষেত্রে অঙ্গভঙ্গিতে বেশ পরিণত। বালিকা হয়েও লাস্যময়ী তরুণী হয়ে ওঠার নানা চেষ্টা করে যায় সে। সব ছবিতেই সে ধরা দেয় স্বল্প বসনা হয়ে।

এসব কারণে এর আগেও সমালোচনার মুখে পড়েছে সে। নিজের থেকে বয়সে ঢের বড়দের সঙ্গে তার এমন উসকানিমূলক অন্তরঙ্গ দৃশ্য মেনে নিতে পারেন না নেটাগরিকরা। ১২ বছর বয়সে যে ধরনের পোশাক পরছে রিভা, তাতেও আপত্তি জানাচ্ছেন তারা।

তবে নেট দুনিয়ায় রিভার এমন খোলামেলা উপস্থিতিতে নেটিজেনরা তার ওপর না চটে তার মায়ের ওপর চটেছে। কেননা তারা জানতে পেরেছেন রিভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তার মা পরিচালনা করেন। তাই অধিকাংশের দাবি, রিভার মা-ই নাকি তার শৈশব ও ভবিষ্যৎ নষ্ট করছেন। এতটুকু বয়সে জনপ্রিয়তা পাওয়ার জন্য মেয়েকে দিয়ে এই ধরনের বিষয় বানানোর অনুমতি দেওয়া একদমই অনুচিত বলে মনে করছেন অনেকে।

তবে এতে নাখোশ হয়েছেন রিভার মা। ভারতীয় সংবাধ্যমকে তিনি বলেন, ‘আমার মেয়ের বয়স এত কম নয়। ও বহু দিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। আমি এত দিন শান্ত ছিলাম। কিন্তু আমাকে সেই মুখ খুলতেই হলো। মিথ্যা খবর এত তাড়াতাড়ি ছড়াতে পারে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমি এই ঘটনায় ভীষণ হতাশ।’

রিভা বলিউডেরও একজন অভিনয়শিল্পী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উড়ি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরের বছর ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে তরুণী গুঞ্জনের চরিত্রে দেখা যায় তাকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত