‘মাশরাফির বিদায়ের পর তাসকিন একজন নেতা হয়ে উঠেছে’
হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশকে লো-স্কোরিং ম্যাচ জিতিয়েছেন এই পেসার। তাঁর হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে এই পেসারকে প্রশংসায় ভাসালেন সাকিব আল হাসান।
পেস বোলিংয়ে একজন নেতায় পরিণত হয়েছেন তাসকিন। এমনটিই মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘মাশরাফির বিদায়ের পর সে (পেস বোলিংয়ের) একজন নেতা হয়ে উঠেছে। গত দুই-তিন বছরে বাংলাদেশের হয়ে ভীষণ ভালো বোলিং করছে। সে উদাহরণ তৈরি করে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বলতে হয় তিন ফরম্যাটেই এখন আমাদের ভালো ফাস্ট বোলিং গ্রুপ রয়েছে। তারা সত্যিই ভালো করছে। তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে এবং এত দূর এসেছে…অনেক খুশি ও গর্বিত। ’
পেসাররা ফর্ম ধরে রাখবেন বলে বিশ্বাস সাকিবের, ‘আমি আশা করি তারা এ ফর্ম ধরে রাখবে। তাহলে আমি নিশ্চিত আমরা দারুণ একটি বিশ্বকাপ কাটাব। ’
সাকিব কথা বলেছেন প্রোটিয়া পেসারদের নিয়েও, ‘দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি, ওয়ানডে যদিও। আইসিসি ইভেন্টেও যখনই খেলেছি…আমরা জানি যে ওরা কী আক্রমণ করতে পারে আমাদের। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং বেশির ভাগ ক্ষেত্রেই আমরা সফল ছিলাম। তো আমি এর চেয়ে ভিন্ন কিছু আশা করছি না। ’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত