সিডনির স্পিন সহায়ক উইকেটে একাদশে আসতে পারে পরিবর্তন
টি-টোয়েন্ট বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির স্পিন সহায়ক উইকেটে পজেটিভ ক্রিকেট খেলার লক্ষ্য স্থির করেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রয়োজনে গেল ম্যাচের উইনিং কম্বিনেশনেও পরিবর্তন আনতে বাধা নেই বলে জানিয়েছেন সাকিব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তো বটেই, এবারের টি-টােয়েন্ট বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় ভরসা পেস ডিপার্টমেন্ট। ঠিক যেমনটা তাসকিন, হাসান মাহমুদরা করেছেন নেদারল্যান্ডস ম্যাচে। শিষ্যদের আরও ধারালো করতে প্রতিনিয়তই তাদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
তবে সিডনির পিচ বরাবরই স্পিন সহায়ক। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিব, মোসাদ্দেক, মিরাজ, নাসুমদের নিয়ে গড়া স্পিন ডিপার্টমেন্টও রাখতে পারে বড় ভূমিকা। বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের চেয়ে দক্ষিণ আফ্রিকার অধিকাংশ ব্যাটারের স্ট্রাইক রেটই নেমে আসে ডানহাতি অফ স্পিনারদের ক্ষেত্রে।
তাছাড়া, বাংলাদেশ তার ব্যাটিং লাইনআপকে যতদূর সম্ভব লম্বা রাখতে চাইবে। এসব সমীকরণ হিসেব করে দলে মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে উচ্চতা কাজে লাগিয়ে বাড়তি বাউন্স আদায় করার বিষয়টি মাথায় রাখলে নাসুম আহমেদকেও দলে নেয়ার যৌক্তিকতা তৈরি হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত