কালকিনিতে জাতীয় শিক্ষক দিবস পালন

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২২, ০৪:২২  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২২, ০৪:২২

সবুজ খান, মাদারীপুর থেকে: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর কালকিনিতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা করেন উপজেলার সর্বস্তরের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে, উপজেলা অফির্সাস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বি এম হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহবায়ক মো. মিজান উদ্দিন ঢালি, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত