বাংলাদেশ বনাম ভারত লড়াইয়ের খুঁটিনাটি
অ্যাডিলেড শহরের অ্যাডিলেড ওভালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পরিসংখ্যান, শক্তিমত্তা ও বর্তমান ফর্ম- সব দিক থেকে সাকিব আল হাসানরা পিছিয়ে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা সময় কাটাচ্ছে তারা। প্রথমবার কোনও আসরের মূল পর্বে এসেছে জয়, তাও আবার একটি নয়, দুটি।
নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদ উঁচুতে। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ভারত প্রথম হার দেখেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলেরই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ করছে এই ম্যাচের ওপর। হেরে গেলে সর্বনাশ, জিতলে টিকে থাকবে আশা। তাই জয়ের জন্য কোমর বেঁধে নামবে বাংলাদেশ ও ভারত।
অল-এশিয়ান এই ম্যাচ তাই উত্তাপ ছড়াচ্ছে। ক্রিকেটের ছোট ফরম্যাটে দুই দলের দেখা হয়েছে এখন পর্যন্ত ১১ বার। যেখানে ভারত ১০-১ এ এগিয়ে। টি-টোয়েন্টিতে নীল জার্সিধারীদের একবারই হারিয়েছিল বাংলাদেশ, সেটা ২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে। ৭ উইকেটের ওই হার বাদে প্রত্যেকবার জিতেছে ভারত, স্বাভাবিকভাবে ফেভারিট তারা। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কেউ ঘুরিয়ে দিতে পারে ফল। বাংলাদেশও এমন কিছু করতে পারে।
আজ বেলা ২টায় মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এর আগে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ের খুঁটিনাটি।
ভারত বনাম বাংলাদেশ হেড টু হেড
ম্যাচ: ১১
বাংলাদেশের জয়: ১
ভারতের জয়: ১০
শেষ ম্যাচ: ভারত ৩০ রানে জয়ী; নাগপুর, নভেম্বর ২০১৯
শেষ পাঁচ ম্যাচ: ভারতের জয় ৪, বাংলাদেশের জয় ১
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর: ১৬৬/৮ (২০); কলম্বো, মার্চ ২০১৮
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর: ১২১/৭ (২০); মিরপুর, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর: ১৮০/৫ (২০); নটিংহ্যাম, জুন ২০০৯
বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বনিম্ন স্কোর: ১৪৬/৭ (২০); বেঙ্গালুরু, মার্চ ২০১৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে হেড টু হেড
ম্যাচ: ৩
বাংলাদেশের জয়: ০
ভারতের জয়: ৩
ফল
ভারত ১ রানে জয়ী, বেঙ্গালুরু, মার্চ ২০১৬
ভারত ৮ উইকেটে জয়ী, মিরপুর, মার্চ ২০১৪
ভারত ২৫ রানে জয়ী, নটিংহ্যাম, ২০০৯
ভারতের বিপক্ষে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান: সাব্বির রহমান, ৬ ম্যাচে ৪৭.২০ গড় ও ১৩৪.৮৫ স্ট্রাইক রেটে ২৩৬ রান।
বাংলাদেশের বিপক্ষে ভারতের শীর্ষ ব্যাটসম্যান: রোহিত শর্মা, ১১ ম্যাচে ৪১.০৯ গড় ও ১৪৪.৪০ স্ট্রাইক রেটে ৪৫২ রান।
ভারতের বিপক্ষে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি: আল আমিন হোসেন, ৭ ম্যাচে ৮.৩১ ইকোনমি রেটে ৮ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে ভারতের শীর্ষ উইকেটশিকারি: যুজবেন্দ্র চাহাল, ৬ ম্যাচে ৬.৩৭ ইকোনমি রেটে ৯ উইকেট।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সেরা ইনিংস: মোহাম্মদ নাঈম, ৪৮ বলে ৮১ রান, নাগপুর, নভেম্বর ২০১৯
বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যক্তিগত সেরা ইনিংস: রোহিত শর্মা, ৬১ বলে ৮৯ রান, কলম্বো, মার্চ ২০১৮
ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সেরা বোলিং: আল আমিন হোসেন, ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট, মিরপুর, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যক্তিগত সেরা বোলিং: দীপক চাহার, ৩.২ ওভারে ৭ রানে ৬ উইকেট, নাগপুর, নভেম্বর ২০১৯
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত