প্রয়োজনে মরব, দেশ ছেড়ে পালাব না: সেতুমন্ত্রী

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২২, ০৬:১৩  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২২, ০৬:১৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপির। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। আমাদের জন্ম এ দেশে, প্রয়োজনে মরব, জেলে যাব, তবু দেশ ছেড়ে পালাব না। ’

আজ শুক্রবার (৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পালাবার অভ্যাস বিএনপির, আমাদের কেউ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছে। মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না বলে দেশ থেকে লন্ডনে পালিয়ে গেছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালানোর ইতিহাস তো আপনাদের, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব। ’

বিএনপি বাড়াবাড়ি করছে উল্লেখ করে তিনি বলেন, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয় বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে।

বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতার প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের এখন যে অবস্থা আমাদের এখন পথের মানুষের কথা ভাবতে হবে, বিপ্লব আমরা করব, কিন্তু এখন মানুষ বাঁচাতে হবে। সংকট থেকে পরিত্রাণ করতে হবে, সংকট উত্তরণই এখন প্রধান কাজ। মানুষ কষ্টে আছে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ, মধ্যবিত্ত কষ্টে আছে। সারা দুনিয়ায় সাধারণ মানুষ কষ্টে আছে, শুধু বাংলাদেশে নয়। ’

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত