তিন অসাধ্য সাধন করলেই পূরণ হবে বাংলাদেশের সেমির স্বপ্ন
শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই। ইতোমধ্যে দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাকি আরও দুটি দলের। কিন্তু সেখানে দাবিদার চার দল। আগামীকাল রোববার (৬ নভেম্বর) নিশ্চিত হবে কোন দু’দল কাটছে সেমিফাইনালের টিকিট। যদি-কিন্তুতে সেমিতে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার।
তবে সেমিতে খেলার সবচেয়ে বড় দাবিদার টেবিলের দুই শীর্ষ দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তারা যদি নিজ নিজ শেষ ম্যাচ জয় তুলে নেয় তবে বাংলাদেশ ও পাকিস্তানকে দেশের টিকিট কাটতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা এখন বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচটি যদি বাংলাদেশ না হারত তাহলেই অন্যরকম কিছু হতে পারত।
তবে ভারতের বিপক্ষে হারলেও টাইগারদের সামনে সম্ভাবনার দুয়ার খোলা আছে সেমিফাইনালের। তবে তার জন্য অবশ্যই অবশ্যই তিনটি সমীকরণ মিলতে হবে। তবে পূরণ হবে বাংলাদেশ সেমিফাইনাল স্বপ্ন।
প্রথমত, বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। প্রথম শর্তই হচ্ছে এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬।
দ্বিতীয়ত, জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হবে ভারতকে। ভারত তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। এই ম্যাচে ভারতকে হারতে হবে যা আপাতত অসম্ভবই মনে হচ্ছে।
তৃতীয়ত হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। দিনের প্রথম ম্যাচে প্রোটিয়ারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। সেই ম্যাচে প্রোটিয়াদের হারতে হবে যা অনেকটাই অসম্ভব বলেই মনে হচ্ছে।
যদি এই সমীকরণগুলো মিলে যায় তাহলেই বাংলাদেশ খেলবে সেমিফাইনাল। না হলে নিতে হবে বিদায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত