আগামী বিশ্বকাপে ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশকে

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২২, ০৫:৫০  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২২, ০৫:৫০

পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমদের বিপক্ষে ৫ উইকেটের হারে সে আশা জলাঞ্জলি দিয়েছে সাকিব আল হাসানের দল। ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য।

আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে গড়া ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশ দলকে।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ‘গ্রুপ ২’ এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। যেখান দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো নেদারল্যান্ডস রয়েছে চার নম্বরে।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে ‘বাছাই পর্ব’ ছাড়াই খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। আর বাংলাদেশ নেমে গেছে বাছাই পর্বে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত