বাংলাদেশের কোচ হলে যা করতেন ওয়াসিম আকরাম, বললেন নিজেই
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয় টাইগারদের। ম্যাচে দারুণ শুরু করেন সাকিবরা। তবে শেষদিকে টাইগার ব্যাটারদের অ্যাপ্রোচে হতাশ হয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম জানান, বাংলাদেশের কোচ হলে ক্রিকেটারদের মনোবিদ দেখাতেন তিনি।
বিশ্বকাপ উপলক্ষে ‘এ’ স্পোর্টসের নিয়মিত টকশোতে ওয়াসিম আকরাম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের সমালোচনা করেন। টসে জিতে আগে ব্যাটিং করে বড় স্কোর করতে না পারার ব্যর্থতা বাংলাদেশেরই বলে মনে করেন তিনি।
ওয়াসিম আকরাম বলেন, ‘বড় স্কোর করতে না পারায় বাংলাদেশকে নিজেদের দোষ দিতে হবে। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে ক্রিকেটারদের মনোবিদ দেখাতাম। কারণ এক পর্যায়ে শান্তর যখন ৫৪ রান ছিল, তখন সবকিছু ভালো অবস্থায় ছিল।
আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ১৫৫-১৬০ রান করতে না পারায়ও হতাশ তিনি। ওয়াসিম আকরাম বলেন, ‘এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৭৩। আমি ভেবেছিলাম তারা ১৬০ করবে। কিন্তু তারপরই শান্ত ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হলেন। যদি সিঙ্গেল নিয়েও বাংলাদেশ খেলতো তাহলে স্কোর সহজেই ১৫৫ হতো।’
বাংলাদেশ দলের সমালোচনা করে পাকিস্তানের এই কিংবদন্তী পেসার আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছে এবং আপনি জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে এনেছে, তখন আপনি শট খেলতে পারেন না। কেবল ওই নির্দিষ্ট ওভারগুলোতে স্ট্রাইক অদলবদল করতে হবে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনস্থির করলো তারা তাকে ও কেবল শাহীনকে মেরে খেলবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত