ফের সিলেট দুইবার ভূমিকম্পে কাঁপলো, আতঙ্কে নগরবাসী
ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট। ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। সোমবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে ৪ মাত্রার প্রথম কম্পন ও পরে কম্পন হয় সাড়ে ৩ মাত্রার বলে ধারণা করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গেল শনিবার (৫ জুন) রাতে সিলেটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত