মেসির সঙ্গে দেখা হলে যা বলবেন হিরো আলম
দুয়ারে কড়া নাড়ছে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা। তারই ধারাবাহিকতায় আর্জেন্টিনাকে নিয়ে গান গেয়েছেন লিওনেল মেসির ভক্ত হিরো আলম। এফএ প্রীতমের কথা ও সুরে গানটি শিগগিরই মুক্তি দেওয়া হবে।
নতুন গান নিয়ে হিরো আলম বলেন, সবাই জানেন আমি আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসি আমার প্রিয় ফুটবলার। এর আগে আমি মেসিকে নিয়ে গান করেছিলাম। এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে উৎসাহ জোগাতে একটি গান করলাম। শিগগিরই গানটি রিলিজ দেব।
লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, কখনো মেসির সঙ্গে দেখা হলে আমি তাকে বুকে জড়িয়ে নেব। আদর করে মেসিকে বলব, আমি আপনার অনেক বড় ভক্ত। আমার ভালোবাসা সব সময় তার সঙ্গে থাকবে। আশা করি, এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমরা দেখি খেলা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঝগড়া, মারামারির ঘটনা ঘটে। এটা মোটেও উচিত নয়। যে কেউ যে কোনো দল সমর্থন করতেই পারেন। সবার প্রতি অনুরোধ, খেলা নিয়ে কেউ সংসারে অশান্তি ডেকে আনবেন না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত