পবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন, কর্মবিরতি ও কর্মসূচি ঘোষণা

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২২, ০৫:৫১  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২২, ০৫:৫১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ ৬দিনব্যাপী মানববন্ধন ও কর্ম বিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান মৃধার সভাপতিত্বে আয়োজিত উক্ত মানববন্ধন ও কর্ম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুল বারেক হাওলাদার, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন পিয়াল, কর্মচারীদের পক্ষ থেকে মোঃ জসিম উদ্দিন খন্দকার, শহিদুল ইসলাম সরদার, আলমগীর হোসেন আলম, মোঃ শহিদ ও মোঃ মিলন প্রমুখ। এসময় বক্তাগণ তাদের ১৯দফা দাবি আদায়ের লক্ষ্যে অনড় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন। আগামী ১৬ নভেম্বর অবস্হান ধর্মঘট, ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা, ২০নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা, ২৩নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম বিরতি এবং ২৮ নভেম্বর দাবি না মানা পর্যন্ত লাগাতার কর্ম বিরতি ও অনশন পালন করার কর্মসূচি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত