প্রথমার্ধেই আরব আমিরাতের জালে আর্জেন্টিনার ৪ গোল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাতে সাড়ে ৯টায় মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে রয়েছে তারা। ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজক। মেসির বাড়ানো বল ডান পায়ের শটে বলে জড়ান তিনি। এর ৮ মিনিট পরই নিজেদের দ্বিতীয় গোল পায় আলবিসিলেস্তারা। আকুনার ক্রস থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
বিরতিতে যাওয়ার আগে ম্যাচে গোলের দেখা পান লিওনেল মেসি। ডি বক্সের সামনে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে দূরের পোস্টে শট নেন। বল উপরের অংশ দিয়ে জালে জড়ায়। মেসির গোলের মধ্য দিয়ে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত