স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৮
মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কারাখানাটিতে স্যানিটাইজার তৈরির কাজ করা হতো। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেজিং করার প্লাস্টিকের কোনো বস্তু থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের সন্ধান চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত