ওমরাহ পালন করছেন শাহরুখ খান

পরনে শুধু সাদা থান। শরীরের কিয়দংশ খোলা। উসকোখুসকো চুল। মুখে মাস্ক। এক নজরে দেখে চেনার উপায় নেই যে ইনি বলিউডের কিং খান! তবে খানিকটা সময় নিয়ে চোখ মেললে শাহরুখকে চিনতে পারাটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।
ওমরাহ পালন করতে বর্তমানে পবিত্র শহর মক্কায় রয়েছেন শাহরুখ। পবিত্র ক্বাবা চত্বরে শাহরুখকে ওমরাহ পালন করতে দেখে চিনে ফেলেন কোনো এক ভক্ত। অতঃপর ক্যামেরাবন্দি করেন।
শাহরুখের একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই একেবারে অন্য অবতারে দেখা গেল কিং খানকে। সুপারস্টারকে ঘিরে রয়েছেন অনেকে।
‘ডাঙ্কি’ ছবির শুট করতে সৌদি আরবে গেছেন শাহরুখ। সেখানকার লোকেশন এবং আতিথেয়তা দেখে এমনই প্রেমে পড়ে যান যে, বুধবার (৩০ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, শুটিং শিডিউল শেষ করার থেকে শান্তির আর কিছুই নেই। এই যেমন সৌদিতে ডাঙ্কির শুট শেষ হলো। আমাদের এমন অপরূপ লোকেশন এবং আতিথেয়তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজু স্যার এবং টিমের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত