নাটকীয় ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

| আপডেট :  ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪২  | প্রকাশিত :  ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪২

টাইব্রেকারে আরও একটি জয় ক্রোয়েশিয়ার। গেল বিশ্বকাপেও একাধিক ম্যাচে টাইব্রেকারে জয়লাভ করে ফাইনালে উঠেছিল তারা। এবার নকআউট পর্বে টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশি। টাইব্রেকারে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের বীরত্বে এ জয় পায় তারা।

সোমবার (০৫ ডিসেম্বর) টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। জাপানের নেওয়া চারটি শটের তিনটিই রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। অন্যদিকে ক্রোয়েশিয়ার নেওয়া চারটি শটের তিনটি থেকে গোল করেন যথাক্রমে নিকোলা ভ্লাসিক, মার্সেলো ব্রোভিচ ও মারিও প্লাসিক।

এর আগে, ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে পায়ে লেগে চলে যায় জাপানের ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠালে লিড পায় সামুরাই ব্লুরা।

অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাপান। ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফিরে ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে ফেরে সমতা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত