দুই ম্যাচেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ যা বললেন মিরাজ
অবিশ্বাস্য বলতে যা বোঝায়! তাই করে দেখালেন মেহেদি হাসান মিরাজ। ভারতের মতো ক্রিকেট পরাশক্তিধর দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলে দলকে জয় উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন এই তারকা অলরাউন্ডার।
প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানে গুঁড়িয়ে দিয়ে টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েছিল টাইগাররা। সেই অবস্থায় শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়ে দেশকে ঐতিহাসিক এক জয় উপহার দেন মিরাজ।
বুধবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও মিরাজ ঝলক। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ৭৭ রানে আউট হন মাহমুদউল্লাহ।
এরপর নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৫৪ রানের ঝড়ো পাটর্নারশিপ গড়েন মিরাজ। এদিন ৮৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১০০ রানের ইনিংস খেলেন মিরাজ। তার অনবদ্য সেঞ্চুরিতেই ৭ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ।
ব্যাট হাতে অবদান রাখার পর বল হাতেও সফল মিরাজ। ম্যাচ ছিনিয়ে নিতে যাওয়া শ্রেয়াস আইয়ারকে ৮২ রানে ফেরান মিরাজ। তার আগে ভারতীয় সহ-অধিনায়ক লোকেশ রাহুলকে ফেরান তিনি। শুধু তাই নয়, ভারতীয় তারকা ওপেনার শেখর ধাওয়ানের ক্যাচও লুফে নেন মিরাজ।
ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে এমন দারুণ নৈপুণ্য দেখানোয় খেলা শেষে মেহেদি হাসান মিরাজকেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচ সেরা হন মিরাজ।
খেলা শেষে তিনি বলেন, গত কয়েক বছর আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমাকে বিশেষ ক্ষেত্রগুলোতে ফোকাস করতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে খেলতে হয় সে সম্পর্কে কোচ আমাকে অনেক পরামর্শ দিয়েছেন।
সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়া প্রসঙ্গে মিরাজ বলেন, মাহমুদুউল্লাহ রিয়াদ ভাই একজন সিনিয়র ক্রিকেটার। ব্যাটিংয়ে উনার সঙ্গে পার্টনারশিপটা যতটা সম্ভব লম্বা করতে চেয়েছিলাম। এটি আমার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। আর বোলিংয়ে সব সময় চেষ্টা করি ভালো জায়গায় বল করার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত