ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দলে চমক

| আপডেট :  ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪  | প্রকাশিত :  ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪

চলমান ওয়নডে সিরিজর পরই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানেই গড়াবে প্রথম টেস্ট। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্ট স্কোয়াড থেকেও ছিটকে পড়েছেন ওপেনার তামিম ইকবাল। আর চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো জাকির হাসান। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষেও চট্টগ্রামে ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের এই ওপেনার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম টেস্টের জন‌্য ১৭ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টিকে গেছেন চরম অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়।

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউল রহমান রাজা ও এনামুল হক বিজয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত