গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা
বিশ্বকাপের আসরে সর্বাধিক গোলদাতার হাতে উঠে গোল্ডেন বুট। ইতিমধ্যে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার দ্বারপ্রান্তে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কার হাতে উঠতে যাচ্ছে এবারের গোল্ডেন বুট। তবে এই দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপরই আছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপ শেষ হতে বাকি আছে শুধু ৪টি ম্যাচ। দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। এই ম্যাচগুলোতে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাবার সুযোগ আজে ৩ জনের।
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে আছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, অলিভার জিরুদ, আলভারো মোরাতা ও বুকায়ো সাকা। এদের মধ্য থেকে মোরাতোর স্পেন ও সাকার ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
অর্থাৎ বুটের লড়াইয়ে এখন ফ্রান্সের এমবাপ্পে-জিরুদ ও আর্জেন্টিনার মেসি টিকে আছেন।
সেমিফাইনালে পা রাখা ফ্রান্সের এমবাপ্পে করেছেন ৫ গোল। তিনিই গোল্ডেন বুট জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এরপরেই স্থান মেসি ও জিরুদ।
আর্জেন্টাইন ফুটবল জাদুকর এ বিশ্বকাপে করেছেন ৪ গোল। দল ফাইনালে খেললে এমবাপ্পেকে টেক্কা দিয়ে বুটের দেখা তিনিও পেয়ে যেতে পারেন।
মেসির সমান গোল আছে জিরুদের। স্ট্রাইকার বিধায় তাকেও পিছিয়ে রাখা যায় না বুটের দৌড় থেকে। বরং তার এই অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা অন্যদের চেয়ে একটু বেশিই।
গোলদাতার সেরা পাঁচে থাকা আলভারো মোরাতা ও বুকায়ো সাকা তারা দুজনেই করেছেন ৩টি করে গোল। মোরাতার স্পেন বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। আর সাকার ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে।
ফলে এই দৌড় থেকে তারা দু’জন ছিটকে গেছেন। বাকি তিনজনের যে কারোর হাতে উঠতে পারে এবারের গোল্ডেন বুট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত