বাংলাদেশের দারুণ সকাল, চাপে ভারত
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়ছে টাইগাররা। শুরুতেই ভারতকে চেপে ধরেছে টাইগার বোলাররা।
সকাল ৯টায় শুরু হওয়া খেলায় লোকেশ রাহুলের সঙ্গে জুটি জমে উঠেছিল শুভমান গিলের। কিন্তু সেই জুটি স্পিন জাদুতে ভেঙে দেন তাইজুল ইসলাম। এর মধ্যে বাংলাদেশ পায় প্রথম সাফল্য। পরে খালেদ আহমেদ ফেরালেন লোকেশ রাহুলকেও।
সফল্য এখানেই শেষ নয়, তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতের জাদুকরি ব্যাটার বিরাট কোহেলিও।
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১৪তম ওভারে। তাইজুলের বলে ইয়াসিরের হাতে ক্যাচ হন গিল। ফলে ৪১ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ১৯তম ওভারে দলীয় ৪৫ রানে রাহুলকে বোল্ড করে ফিরিয়ে দেন খালেদ আহমেদ।
তাইজুলকে সুইপ শটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন গিল। বল ব্যাটের উপরের কানায় লেগে হাওয়ায় ভাসে। স্লিপে ফিল্ডিং করা ইয়াসির লেগ স্লিপে দৌড়ে গিয়ে ক্যাচ নেন।
৪০ বলে তিন চারে ২০ রান করেন গিল। লোকেশ রাহুলের সঙ্গে তখন উইকেটে যোগ দিয়েছেন চেতেশ্বর পূজারা। রাহুল ফিরে যাওয়ার পর উইকেটে আসেন বিরাট কোহলি। কিছু সময় পরে তার উইকেটও পায় বাংলাদেশ।
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রায় ৬ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এ বছর এখন পর্যন্ত ৮ টেস্ট খেলে ৬টিতেই হেরেছে তারা। একমাত্র জয়টি এসেছিল বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে।
টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে এ ম্যাচে অভিষেক হয়েছে ঘরোয়া ক্রিকেটে অলো ছড়িয়ে দলে ডাক পাওয়া জাকির হাসানের। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরি শঙ্কায় নেই তাসকিন আহমেদ। খালেদ আহমেদ ও ইবাদত হোসেন রয়েছেন পেস আক্রমণে। স্পিন আক্রমণে সাকিব ও তাইজুল ইসলামের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।
বর্তমান ভারতের স্কোর-
রান: ৮৫
ওভার:২৬
উইকেট:০৩
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত