পলাশের বিয়ে নিয়ে যা বললেন কাজল আরেফিন অমি
বিয়ে করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্টের এই অভিনেতা ব্যাচেলর থেকে বিবাহিত জীবনে প্রবেশ করেছেন। যারা এত দিন রোকেয়াকে খুঁজতেন তারা নিশ্চয়ই পেয়ে গেছেন তাদের রোকেয়াকে।
বিয়ের বিষয়ে কথা বলেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
নিজের ফেসবুকে শুভ কামনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন অমি। কেননা তার সহকারী হিসেবেই কাজ শুরু করেছিলেন পলাশ।
কাজল আরেফিন অমি বলেন, আপনাদের আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সাথে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে পলাশ।
নির্মাতা বলেন, আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে অ্যাক্টিং করাতাম, ও কখনোই অ্যাক্টিং করতে চাইত না। বলত, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না।
কাবিলা নামকরণের প্রসঙ্গ এনে বলেন, কিন্তু আমার কেন যেন সব সময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সে জন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।
পলাশকে নিয়ে ভালো লাগার বিষয়ে লিখতে গিয়ে বলেন, দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল, নিজে ডিরেকশন শুরু করল, অভিনেতা হিসেবে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বোঝাতে পারব না আমার কতটুকু ভালো লাগে। কেউ এটা ফিল করতে পারবে না।
শুভাশীষ জানিয়ে অমি বলেন, আমি চাই ও জীবনে আরো অনেক বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে। আমি পলাশকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই।
বিয়ের খবর জানিয়ে বলেন, আর এই ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষ্মী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত