আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কারান

| আপডেট :  ২৪ ডিসেম্বর ২০২২, ১২:২৮  | প্রকাশিত :  ২৪ ডিসেম্বর ২০২২, ১২:২৮

আইপিএলের ১৬তম আসরের নিলামে ১৮ কোটি ২৫ লাখ রুপিতে ইংল্যান্ড পেসার স্যাম কারানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। অতীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এত দামে একজন খেলোয়াড়কে ডেরায় টানেনি কোনো ফ্রাঞ্চাইজি।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এর আগে আইপিএল নিলামে সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

২০২১ আইপিএল মেগা নিলামে এ দাম হাঁকান তিনি। এবার তার রেকর্ড ভেঙে দিলেন কারান। শুধু ইংলিশ পেস অলরাউন্ডারই নন, এবার মরিসকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ক্যামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

২০২২ আইপিএল মিনি নিলামে ইংলিশ সুপারস্টার বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ তিনিও স্পর্শ করেছেন মরিসকে।
এছাড়া কোচিতে অনুষ্ঠিত নিলামে ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটার বিক্রি হয়েছে ১৬ কোটি রুপিতে। তাকে কিনেছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

তবে এখন পর্যন্ত দল পাননি বাংলাদেশের কেউই। এবার নিলামে ছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত