ঘরের ছেলে ঘরে ফিরল: কলকাতা নাইট রাইডার্স
লিটন দাসের পর সাকিব আল হাসানকেও দলে টানল কলকাতা নাইট রাইডার্স। নিলামে প্রথম ডাকে অবিক্রিত থাকার পর দ্বিতীয় ডাকে বাঁহাতি স্পিন অলরাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতেই সাকিবকে নিয়েছে কলকাতা।
এ নিয়ে অষ্টমবারের মতো কলকাতায় খেলতে যাচ্ছেন সাকিব। ২০১১ সাল থেকে নিয়মিত খেলেছেন দলটিতে। ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সুপারস্টার।
সব মিলিয়ে দশমবারের মতো শীর্ষ এ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সাকিব। মাঝে দুই বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন।
এবারের নিলামে এখন পর্যন্ত দুজন দল পেয়েছেন। সাকিবের আগে লিটনকেও দলে নেয় কলকাতা। তাকেও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। নিলামে উঠলেও অবিক্রিত আছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত আফিফকে নিলামে তোলা হয়নি। দলগুলোর আগ্রহের প্রেক্ষিতে তাদের নাম আবার উঠতেও পারে।
লিটন ও সাকিব ছাড়াও এবার আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। তাকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে দ্বিতীয়বার আইপিএলের এক আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে মাশরাফি, আশরাফুল ও রাজ্জাক একসঙ্গে আইপিএলে খেলতে গিয়েছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত