ভারতের কাছে টাইগারদের হার, যা বললেন সাকিব

| আপডেট :  ২৫ ডিসেম্বর ২০২২, ০১:৪৯  | প্রকাশিত :  ২৫ ডিসেম্বর ২০২২, ০১:৪৯

আশা জাগিয়েও ভারতের কাছে ঢাকা টেস্ট হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ম্যাচটি বের করে নেয় দুই ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বীন। মমিনুল হক অশ্বীনের ক্যাচ না ফেললে গল্পটা অন্য রকমও হতে পারত।

তবে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার জন্য দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

রস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন- এ জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার, তখন আমাদের একটি উইকেট পেলেই হতো। অনেক কিছু হতে পারত, তবে দল যেভাবে লড়েছে – তাতে আমি গর্বিত। ’

নিজের বোলিং পারফর্ম সম্পর্কে সাকিব বলেন, ‘এটাই আমার কাজ। দুর্ভাগ্যবশত, গত ম্যাচে বেশি বোলিং করতে পারেনি। এ বছর আমাদের অনেক দারুণ স্মৃতি রয়েছে। আশা করছি, আগামী বছরটা আরো ভালো কাটবে। ’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও ভারতের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে ১৮৮ রানে জয়ের পর ঢাকায় ভারত জিতল ৩ ‍উইকেটে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত