দুমকিতে পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২৩, ০৭:২৩  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২৩, ০৭:২৩

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে ও আহসানিয়া মিশনের সহযোগিতায় সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন-অর রশিদ হাওলাদার।

সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, দুমকি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল।

সভা পরিচালনা করেন, ঢাকা আহসানিয়া মিশনের এরিয়া বিশেষজ্ঞ মো. শাহজালাল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত