আরজে কিবরিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ

এবার পুলিশের খাতায় অপরাধী হিসেবে নাম উঠল আরজে কিবরিয়ার। মারধরের অভিযোগ এনে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আরজে কিবরিয়ার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে আমার মনে হয়। তবে এটা এত বড় সমস্যা নয়। আশা করছি শিগগির সমাধান হবে।’
জানা গেছে, স্ত্রী নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন রেডিও জকি কিবরিয়া। সেখানেই অর্ধাঙ্গিনীর ওপর চড়াও হয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। এ বিষয়ে স্বামীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেছেন তিনি। তবে আরজে কিবরিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এফএম রেডিওতে কথাবন্ধু হিসেবে ক্যারিয়ার শুরু করেছলেন কিবরিয়া। ওই পেশাটি তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। তারপর থেকে আরজে কিবরিয়া নামেই পরিচিতি পান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত