রাতে যেভাবে দেখবেন মেসি-রোনালদোর লড়াই
দুই মহাতারকার বিশ্বকাপ শেষ হয়েছে দুই মেরুতে। ক্রিশ্চিয়ানো রোনালদো অশ্রুসিক্ত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। অপরদিকে লিওনেল মেসি বিশ্বকাপ জয় করেছেন, সেই সঙ্গে বনে গেছেন সর্বকালের সেরা ফুটবলার। তবে সব কিছুকে ছাপিয়ে মেসি-রোনালদো দ্বৈরথ আলোচনার কেন্দ্রবিন্দু।
অনেকেই ভেবে নিয়েছিল, সিআর সেভেনের এশিয়ার ক্লাব ফুটবলে চলে যাওয়াতে আর দেখা যাবে না মেসি ও রোনালদো লড়াই। তবে সেই ভাবনাকে গুড়িয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন তারা। রিয়াদ একাদশ ও পিএসজির মধ্যকার এই প্রীতি ম্যাচটি ঘিরে উন্মাদনার শেষ নেই।
দুই বছরেরও বেশি সময় পর ফুটবল বিশ্ব আবারো মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে। এবারের লড়াই হবে মরুর দেশ সৌদি আরবে। এই ম্যাচের টিকিট মূল্য রীতিমত আকাশচুম্বী। তারপরও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটির সকল টিকিট শেষ হয়ে গিয়েছে। এই ম্যাচে মেসি-রোনালদোর সঙ্গে ব্রাজিলের নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপের দেখা মিলবে একই মাঠে। একাধিক তারকার অংশগ্রহণের ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া। ৭.৫ লাখ ইউরোতেও পাওয়া যাচ্ছে না সেই ম্যাচের একটি টিকিট।
আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস ও ইয়াসিন টিভিতে। সেই পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন- ফেসবুক, ইউটিউব) এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আমেরিকার ফুবো টিভিও সরাসরি দেখা এই হাইভোল্টেজ লড়াই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত