পিএসএলের জন্য পাকিস্তানিদের বিপিএল ছাড়তে বলেছে পিসিবি

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৩, ১০:০৬  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৩, ১০:০৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফ্র্যাঞ্জাইজি লিগটি। ওই লিগের জন্য পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল ছাড়বেন সেটা অনুমিতই ছিল।

ধারণা করা হয়েছিল, বিপিএলের কোয়ালিফায়ার, এলিমিনেটরের আগ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া যাবে। কিন্তু পিসিবির মাধ্যমে পিএসএলের ফ্র্যাঞ্জাইজি মালিকরা ২ ফেব্রুয়ারির মধ্যে দেশটির ক্রিকেটারদের দেশে ফিরতে বলেছে।

পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্টান্যাশনাল দি নিউজ এমনটাই দাবি করেছে। ওই মুখপাত্র জানিয়েছে, তারা ফ্র্যাঞ্জাইজির অনুরোধে ক্রিকেটারদের দ্রুত বিপিএল ছেড়ে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন। ক্রিকেটাররা যাতে পিএসএলের আগে বিশ্রাম পান সেজন্য তাদের ডেকে পাঠানো হয়েছে।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এবারের বিপিএলে ইফতেখার আহমেদ, শোয়েব মালিক, খুশদিল শাহ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ আমির, আজম খান, মোহাম্মদ রিজওয়ানরা খেলছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত