স্পেনের সামনে ইতালি, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে স্পেন এবং নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সব ম্যাচ হবে নেদারল্যান্ডসে।
আগামী ১৪ জুন প্রথম সেমিফাইনালে লড়বে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। আর ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে স্পেন ও ইতালি। ১৮ জুন হবে ফাইনাল। একই দিন হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
২০১৯ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। পরের আসরে শিরোপা জেতে ফ্রান্স। এবার চার দলেরই প্রথমবার এই টুর্নামেন্ট জেতার হাতছানি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত