সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৫  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৫

আল আমিন কবির,সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠীত করার অংশ হিসেবে গত ২৮শে ডিসেম্বর থেকে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় যে কর্মী সন্মেলনের আয়োজন করা হয়েছে,তারই ফলশ্রুতিতে প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে।

শনিবার (২৮ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কর্মী সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সোনারগাঁ আসন থেকে নৌকাকে বিপুল ভোটে জয়ী করবো।

শম্ভুপুরা ইউনিয়নে কর্মী সম্মেলনে যারা তৃণমূলকে আক্রমণ করে কর্মীদের মারধর করে গুরুতর আহত করে ইউনিয়ন কর্মী সম্মেলন বানচাল করে দিয়েছে তাদেরকে সাংগঠনিক বিরোধী কার্যকলাপের জন্য শোকজ নোটিস দেওয়া হবে এবং সঠিক জবাব না পেলে সংগঠন তাদেরকে বহিষ্কার করবে।

সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক মিয়ার, সভাপতিত্বে, জেলা আওয়ামী লীগ নেতা এম এম জাহাঙ্গীর এরসঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সোনারগাঁ -৩ আসনের সাবেক সংসদ সদস‍্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু জাফর চৌধুরি বিরু,সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, মোগড়াপাড়া ইউনিয়ন চেয়্যারম্যান আরিফ মাসুদ বাবু,,সনমান্দি ইউনিয়ন চেয়্যারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সাবেক চেয়্যারম্যান শাহবুদদীন সাবু,সোনারগাঁ উপজেলা যুবলীগ সাবেক সভাপতি গাজি মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, সেচ্ছাসেবকলীগ নেতা জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল,পৌরসভা মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাবেক ছাএলীগ সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাএলীগ সভাপতি হাসান রাসেদ,পৌরসভা যুবলীগের সভাপতি আসাদ,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাগর প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত