মঙ্গলবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার, গোহাইলবাড়ী, চক্রবর্তী, শ্রীপুর, সারদাগঞ্জ, কাশিমপুর ও শৈলডুবি এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত