ধুনটে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৯  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৯

সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তিন পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্থ নুরজাহান খাতুন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার বাড়ি সহ প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও ফরহাদ আলীর ঘরবাড়ি।
আসবাবপত্র পুড়ে তিন পরিবারের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস জানান, আগুন লাগার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত